চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান, জরিমানা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১১ মার্চ, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে গতকাল সোমবার চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা, মেয়াদবিহীন ও অধিক মূল্যে পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে দোষীদের জরিমানা ও সতর্ক করা হয়।

লোহাগাড়ায় ৭ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা : প্রতিনিধি জানান, লোহাগাড়ায় ৭ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা সদর বটতলী স্টেশন ও দরবেশহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

জানা যায়, অভিযানে শাহাদাত হোসেনের মালিকানাধীন সাতকানিয়া স্টোরকে ৫ হাজার টাকা, জসিম উদ্দিনের মালিকানাধীন রিয়াদ স্টোরকে ১০ হাজার টাকা, আরিফুল ইসলামের মালিকানাধীন আর এস স্টোরকে ১০ হাজার টাকা, মোহাম্মদ ইসলামের মালিকানাধীন সাথি স্টোরকে ২ হাজার টাকা, জাহাঙ্গীর আলমের মালিকানাধীন হাবিব মেডিকোকে ৩০ হাজার টাকা, আবুল কালামের মালিকানাধীন আর বি পোল্ট্রিকে ১০ হাজার টাকা ও খানে আলমের মালিকানাধীন চমক স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় ৭ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বোয়ালখালীতে দুই দোকানিকে জরিমানা: প্রতিনিধি জানান, বোয়ালখালীতে দুই দোকান মালিককে দুই মামলায় ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার জোট পুকুরপাড় ও কানুনগো পাড়া এলাকায় এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। জানা যায়, অভিযানকালে লাকি স্টোরের মালিক উজ্জ্বল দেবকে ৫ হাজার টাকা ও রাসেল স্টোরের মালিক মো. রাসেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সয়াবিন তেল প্রতি লিটারে ১২০ মিলি কম থাকায় ৬৩ লিটার তেল জব্দ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

রাঙ্গুনিয়ায় ২ প্রতিষ্ঠানে অর্ধলক্ষ টাকা জরিমানা : প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট বাজারে অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। তিনি জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ২টি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এরআগে উপজেলার শান্তিরহাট, গোচরা, রোয়াজারহাট, চন্দ্রঘোনাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অর্থদণ্ড করা হয়েছে এবং রমজান মাসে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

রাঙামাটির রাজস্থলীতে ৩ দোকানিকে জরিমানা : প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে অভিযান চালিয়ে ৩ দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটির জেলার সহকারী পরিচালক রানা দেব নাথ এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, অভিযানে বাঙ্গালহালিয়া বাজারের গাউছিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ () ৪৩ ধারায় ১ হাজার টাকা, ২০ টাকা দামের কাপ দইয়ে মেয়াদের তারিখ না থাকা ও দোকানের ফ্রিজে অন্য ওষুধের দোকানের মেডিসিন রাখায় মাতৃভান্ডার কুলিং কর্নারকে একই আইনের ২০০৯ () ৩৭ ধারায় ২ হাজার টাকা এবং কাপড়ের রং (টেক্সটাইল ডাইং) বিক্রি করায় একই আইনের ২০০৯ () ৪৫ ধারায় মুদি দোকান আজিজ স্টোরকে ৩ হাজার টাকাসহ তিন দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক রানা দেবনাথ বলেন, বাঙ্গালহালিয়া বাজারের সব দোকানিকে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ পণ্য এবং অস্বাস্থ্যকর খাবার না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

হাটহাজারীতে অধিক মূল্যে পণ্য বিক্রি, জরিমানা : প্রতিনিধি জানান, হাটহাজারীতে তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার বিকেলের দিকে উপজেলার চৌধুরীহাট বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, অভিযানে চৌধুরীহাট বাজারের বিভিন্ন দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় জসিম সওদাগরকে ২ হাজার টাকা, বাবুল গুপ্তকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ ট্রের্ডাসের আব্দুল্লাহকে ৩ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমইজ্যারটেকে ৪ ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ