চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান, জরিমানা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ

আজাদী ডেস্ক | বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা, মেয়াদবিহীন ও অধিক মূল্যে পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে দোষীদের জরিমানা ও সতর্ক করা হয়।

লোহাগাড়ায় তিন দোকানিকে জরিমানা : প্রতিনিধি জানান, লোহাগাড়ায় ৩ দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার আধুনগর ইউনিয়নের খাঁন হাট বাজারে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

জানা যায়, অভিযানে মোহছেন আউলিয়া স্টোরের মালিক খোকন মহাজনকে ১০ হাজার টাকা, রাফিন স্টোরের মালিক নুরুল আবছারকে ১০ হাজার টাকা ও সেলিম স্টোরের মালিক মোহাম্মদ সেলিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় ৩ দোকানিকে জরিমানা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাঁশখালীতে সাত ব্যবসায়ীকে জরিমানা : প্রতিনিধি জানান, বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ব্যবসায়ী মোহাম্মদ আবছারকে ১ হাজার টাকা, আরিফ হাসানকে ৩ হাজার টাকা, দেলোয়ার হোসেনকে ২ হাজার টাকা, ফয়েজ আহমেদ এন্ড সন্সকে ৩ হাজার টাকা এবং অত্যাবশকীয় পণ্য নিঃ আইন ১৯৫৬ অনুযায়ী কামাল স্টোরকে ১০ হাজার টাকা, কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী মুবিনুল হককে ৫০০ টাকা, আজাদ হোসেনকে ২ হাজার টাকা মিলে মোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

আনোয়ারায় চার ব্যবসায়ীকে জরিমানা : প্রতিনিধি জানান, আনোয়ারায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার কেবি সত্তারহাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

জানা যায়, অভিযান চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙানো, ক্রয়ের চেয়ে অধিক মূলে পণ্য বিক্রয় ও ক্রয়কৃত পণ্যের রশিদ প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৪ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ব্যবসায়ীদের ক্রয়কৃত পণ্যের রশিদ সঙ্গে রাখাসহ যে সকল হোটেলরেস্তোরা মালিকগণ ইফতার সামগ্রী বিক্রয় করার জন্য ফুটপাতের উপরে সামিয়ানা টাঙিয়েছেন তা অতি দ্রুত সময়ে সরানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।

চন্দনাইশে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় : প্রতিনিধি জানান, চন্দনাইশের দোহাজারী পৌর সদর এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এ সময় অধিক মূল্যে পণ্য বিক্রি এবং নানা অনিয়মের দায়ে ৬ মামলায় ৬ ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে পণ্যের অতিরিক্ত মূল্য রাখাসহ নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৬টি মামলার বিপরীতে ৬ ব্যবসায়ী থেকে ১ লাখ ২০ হাজার টাকা আদায় করা হয়। পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে বাঘ সদৃশ প্রাণীর আক্রমণে কাঠুরে আহত
পরবর্তী নিবন্ধবিজস্টার সিজন ৪ এর জমকালো গ্র্যান্ড ফিনালে