চট্টগ্রামের বিপক্ষে বরিশালের ৭ উইকেটে ২৩৬ রান

জাতীয় ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ৪:৫৫ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের খেলায় চট্টগ্রামের বিপক্ষে ৭ উইকেটে ২৩৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বরিশাল। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি বরিশালের দুই ওপেনার। পরে টপাটপ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টানেন তাসামুল হক। তার ফিফটি ও মইন খানের অপরাজিত ইনিংসে দুইশ ছেড়ে যেতে সমর্থ হয় বরিশালের রান। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দেন ইফতেখার হোসেন ও আব্দুল মজিদ। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান। দুইজনেই ফিরে যান ফিফটির আগে। ৩ চারে ৩৭ রান করেন ইফতেখার। মজিদের ব্যাট থেকে আসে ৫ চারে ৩৯। বিনা উইকেটে ৬২ রান থেকে ৬৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বরিশাল।

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা দল কিছুক্ষণ পর আরও দুটি উইকেট হারায়। ১২০ রানে ৫ উইকেট হারানো দলকে টানেন তাসামুল। সোহাগ গাজীর সঙ্গে ৩৯ ও মইন খানের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন তিনি। ৫ চারে ৫৩ রান করে বিদায় নেন তাসামুল। সমান বাউন্ডারিতে ৪৩ রান নিয়ে অপরাজিত আছেন মইন। সোহাগ গাজী ২২ রান করেন। চট্টগ্রামের হয়ে তিনটি করে উইকেট নেন এনামুল ও মোহাম্মদ আশরাফুল হাসান।এনামুল ৩১ রান দিয়ে এবং আশরাফুল ৫৪ রান দিয়ে ৩টি করে উইকেট দখলে নেন। শামীম পান ১টি উইকেট।

পূর্ববর্তী নিবন্ধকিরণের হাতেই থাকলো বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যানের দায়িত্ব
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত