রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের খেলায় ঢাকা মেট্রোর দুই বাঁহাতি স্পিনারের তোপে ১৬০ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম। দিনের খেলা শেষ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ১৬১ রান করেছে মেট্রো। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। মাত্র ১০১ রানে ড্রেসিং রুমে ফিরে যান ৮ ব্যাটসম্যান। চট্টগ্রামের পক্ষে সাদিকুর ৫, পারভেজ ১৯, সাদ্দাম ১৯, সাজ্জাদুল ১৫, ইয়াসির ৪, সাব্বির ৬, নাঈম হাসান ১৭, শরিফ ৩ রান করে আউট হন। নবম উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৪৪ রানের জুটি গড়েন আশরাফুল হাসান ও ইফরান হোসেন। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে দলের সর্বোচ্চ ৩৮ রান করেন আশরাফুল। ইফরান করেন ১৭। এনামুল ১০ রান করে অপরাজিত ছিলেন। মেট্রোর পক্ষে ৪টি করে উইকেট নেন দুই বাঁহাতি স্পিনার রকিবুল হাসান ও আরিফ আহমেদ। পরে মেট্রোর প্রথম চার ব্যাটসম্যানের সবাই ত্রিশ স্পর্শ করেন। তবে সাজঘরে ফেরা কেউই ফিফটি ছুঁতে পারেননি। উদ্বোধনী জুটিতে ৭১ রান যোগ করে মোহাম্মদ নাঈম শেখ ফেরেন ৪২ রানে। আরেক ওপেনার আনিসুল ইসলাম করেন ৪৫ রান। চার নম্বরে নামা মার্শাল আইয়ুব আউট হন ৩৬ রান করে। দিন শেষে ৩৫ রানে অপরাজিত থাকেন আইচ মোল্লা। চট্টগ্রামের হয়ে ইফরান, এনামুল এবং নাঈম হাসান প্রত্যেকে ১টি করে উইকেট পান। এদিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীর মুখোমুখি হয়েছে সিলেট। প্রথম ইনিংসে ২২৬ রানে অলআউট হয়েছে রাজশাহী। ২ উইকেট হারিয়ে ৪৯ রান করেছে সিলেট। রাজশাহীর হয়ে এই ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন সাব্বির হোসেন। ১৩৭ বলে ১১৬ রান করে এলবিডব্লিউ হয়েছেন তিনি। এছাড়া ৫৩ বলে ৫৭ রান এসেছে হাবিবুর রহমানের ব্যাটে। সিলেটের হয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছেন সফর আলি। সিলেট ইতিমধ্যে জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতে নিয়েছে।