চট্টগ্রামের বিত্তশালী নেতাকর্মীদের সহায়তায় সিলেটে ত্রাণ দেয়া হবে

নগর বিএনপির সভায় আবুল হাশেম বক্কর

| মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেটের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের সকল স্তরের নেতাকর্মী ছাড়াও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

তিনি বলেন, সিলেটে বন্যার শুরু থেকেই বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা বন্যাকবলিত মানুষে পাশে থেকে কাজ করছেন। প্রতিদিন বিএনপির নেতাকর্মীরা খাদ্য সামগ্রী নিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকেও বন্যা দুর্গতদের সহায়তার জন্য একটি সেল গঠন করা হয়েছে। চট্টগ্রামের বিত্তশালী বিএনপি নেতাকর্মীদের সহায়তায় সিলেটে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

গতকাল বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার লক্ষে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় চট্টগ্রাম মহানগর বিএনপির জরুরি সভায় এসব কথা বলেন। মানুষকে খাদ্য সহায়তা দিতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ভয়াবহ বন্যা মোকাবেলায় সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই। বিভিন্ন অঞ্চলের বন্যা কবলিত মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

নদী ভাঙনে গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। অথচ সরকারের তরফ থেকে কোনো জরুরি তৎপরতা নেই। জনগণের প্রতি বর্তমান গণবিরোধী সরকারের কোনো দায়িত্ববোধ নেই বলেই অসহায় মানুষকে সাহায্য না দিয়ে নিস্ক্রিয় ভূমিকা পালন করছে। সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরথযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধসিলেটে বন্যার্তদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন