চট্টগ্রামের বিজয় দিবসের প্রস্তুতি

জেলা শিল্পকলা একাডেমি

| সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:৫৬ পূর্বাহ্ণ

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের উদ্যোগে ১৫- ১৭ ডিসেম্বর তিনদিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করেছে। এছাড়া ১৪ ডিসেম্বর পালন করা হবে শহীদ বুদ্ধিজীবি দিবস। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রঙিন পতাকা ও আলোকসজ্জ্বায় সজ্জিত করা হবে জেলা শিল্পকলা একাডেমি ভবন ও প্রাঙ্গন। একাডেমির চারুকলা বিভাগের প্রশিক্ষণার্থীদের শিল্পকর্ম নিয়ে গ্যালারি ভবনে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী। শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া মঞ্চায়ন করা হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক পথ নাটক। প্রেস বিজ্ঞপ্তি।
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় থাকবে কথামালা ও আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠান। ১৫ডিসেম্বর বুধবার বিকাল ৪টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধবন্দর হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় রত্নাগর্ভা মা সম্মাননা