চট্টগ্রামের বন্ধুরা ফোন ধরেননি ডা. মুরাদ হাসানের। ঘন্টা কয়েকের চট্টগ্রাম সফরকালে কোন ধরনের প্রটোকল ছাড়াই তিনি সড়কপথে এসেছিলেন চট্টগ্রামে। হোটেল রেডিসনে দুইটি রুম নিয়ে ঘন্টা কয়েক অবস্থান করেন। রাতে থাকার কথা থাকলেও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানার পর তিনি আবারো সড়কপথে ঢাকার পথ ধরেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ডা. মুরাদ হাসান গত সোমবার দুপুরে সড়ক পথে চট্টগ্রামে পৌঁছেন। কলরেকর্ড ফাঁসের পর সোমবার সকালে তিনি কাউকে কিছু না জানিয়ে শুধুমাত্র খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ও এপিএসকে সাথে নিয়ে চট্টগ্রামের পথ ধরেন। নিজের ফোন বন্ধ করে তিনি ভিন্ন নম্বর থেকে চট্টগ্রামের বন্ধুদের সাথে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু চট্টগ্রামের কোন বন্ধুই তাঁর ফোন ধরেননি। চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে দুইটি রুম নিয়েছিলেন তিনি। ভিন্ন একজনের নামে রুম দুইটি বুকিং দেয়া হয়। তিনি কোন ধরনের প্রটোকল ছাড়া রেডিসনে আসেন। চট্টগ্রামের পুলিশ প্রশাসনের কাউকেও বিষয়টি জানানো হয়নি। চট্টগ্রামে আসার আগে এবং অবস্থানকালে তিনি এখানকার বহু বন্ধুকে ফোন দিলেও কেউ তাঁর ফোন রিসিভ করেননি। হোটেলেও কেউ তাঁর সাথে দেখা করেননি। তিনি চট্টগ্রামে যতক্ষণ ছিলেন পুরো সময়টা রেডিসনে নিজের রুমেই অবস্থান করেন এবং নিজের মতো করে সময় কাটান।
সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিষয়টি প্রকাশ হলে তিনি দ্রুত ঢাকার পথ ধরেন। ফিরতি পথেও তিনি কোন প্রটোকল নেননি এবং কাউকে কিছু জানাননি। হোটেল থেকে চেক আউটের বিষয়টিও ঠিকঠাকভাবে করেননি। সড়ক পথেই তিনি রাতে ঢাকায় পৌঁছেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে আসছেন ডা. মুরাদ হাসান। সর্বশেষ চিত্র নায়িকা মাহিয়া মাহির সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হলে নতুন করে বিতর্কের মুখে পড়েন তিনি। এরই জের ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। গতকাল তিনি পদত্যাগ করেন।