চট্টগ্রামের ফুসফুস সিআরবি এখন লুটেরাদের খপ্পরে

বৃক্ষরোপণকালে ডা. শাহাদাত

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১১:৫০ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মহামারী করোনার সুযোগকে কাজে লাগিয়ে সরকার সমর্থিত কিছু স্বাস্থ্য ব্যবসায়ীরা চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবির প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। চট্টগ্রামের সর্বমহলের দাবি ছিল বিদ্যমান রেলওয়ের বক্ষব্যাধি হাসপাতালকে আধুনিকায়ন করা এবং সরকারি উদ্যোগে নতুন হাসপাতাল প্রতিষ্ঠা করা। অথচ সরকার সেই উদ্যোগ গ্রহণ না করে রেলের বিদ্যমান হাসপাতালটিকে বেসরকারি হাসপাতালের হাতে নামে মাত্র মূল্যে ছেড়ে দিয়ে জনগণের স্বাস্থ্য খাতকে আরো সংকুচিত করার পথেই হাঁটছে। তথাকথিত উন্নয়ন প্রকল্প ও বাণিজ্যিক প্রকল্পের গ্রাসে ইতিমধ্যেই নগরীর উন্মুক্ত স্থান,পার্ক, খেলার মাঠ ধ্বংস করা হয়েছে। নান্দনিক সৌন্দর্য মণ্ডিত চট্টগ্রামের ফুসফুস সিআরবি এখন লুটেরাদের খপ্পরে।
অবিলম্বে সরকারের এই পরিবেশ বিধ্বংসী সিদ্ধান্ত বাতিল করে হাসপাতালটি সিআরবি থেকে সরিয়ে কুমিরায় বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করার দাবি জানাচ্ছি। তিনি গতকাল বুধবার সিআরবি এলাকায় বৃক্ষরোপণকালে এস কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, কামরুল ইসলাম, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, আসাদুর রহমান টিপু, মো. মামুন, সৌরভ প্রিয় পাল, কুতুব উদ্দিন কুতুব, মো. টিপু তাসকিন প্রমুখ। এর আগে সিআরবি এলাকায় অসহায়, দুস্থ, কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিম্ন আয়ের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধটিসিজেএর ঈদ উপহার বিতরণ