চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক জামাল উদ্দিন মারা গেছেন

| শুক্রবার , ৪ এপ্রিল, ২০২৫ at ১১:২৩ অপরাহ্ণ

দৈনিক চট্টগ্রামের পাতা পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক এম. জামাল উদ্দিন মারা গেছেন। শুক্রবার (৪ই এপ্রিল) রাত ৯টায় নগরের বেপারী পাড়া আবুল সওদাগর লেইনের আজিজ টাওয়ারের ভাড়া বাসায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৪ বছর।

জামাল উদ্দিন ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর গ্রামের পীর সাহেবের বাড়ি। ভাড়া বাসায় থাকতেন বেপারী পাড়ার আজিজ টাওয়ারে। জানা যায়, তিনি ১৯৯৬ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন।

২০০০ সালে তিনি সর্বপ্রথম সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম নামক একটি পত্রিকা বের করেন। পরে তিনি দৈনিক চট্টগ্রামের পাতা পত্রিকারও সম্পাদক হয়েছিলেন। সাংবাদিক এম. জামাল উদ্দিন দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন৷ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাংবাদিক সংগঠনগুলো। পরবর্তীতে তার জানাযার নামাজের সময় জানিয়ে দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধপোস্টার লাগানো নিয়ে টাইগারপাসে দুই পক্ষের মারামারি