চট্টগ্রামের প্রকাশনা শিল্পের অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে

সৃজনশীল প্রকাশক পরিষদের সভায় বক্তারা

| বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের আলোচনা সভায় বক্তারা বলেছেন, প্রকাশকরা জাতির মেধা-মননকে লালন করেন। তারা সৃজনশীল প্রতিভাকে সংগঠিত করে নিখুঁত ও শৈল্পিকভাবে উপস্থাপনের মাধ্যমে জাতীয় দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ সুসংগঠিতভাবে কাজ করে সেই ধারাকে অব্যাহত রাখছে। চট্টগ্রামের প্রকাশনা শিল্পের অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।

গত ১৯ এপ্রিল চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু।

সাধারণ সম্পাদক আলী প্রয়াস স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সাংবদিক লেখক রাশেদ রউফ, ডা. মাহফুজুর রহমান, কবি-সাংবাদিক ওমর কায়সার, মিজানুর রহমান শামীম, আলমগীর শিপন, অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, মাওলানা মোক্তার আহমেদ, রেহেনা চৌধুরী, মো. সোহেল রানা, গাজী মোহাম্মদ জাহেদ, ফারুক হাসান, আনিসুল ইসলাম সুজন, কিশোর হাবিবুর রহমান, মাওলানা তৈয়ব আলী, অধ্যাপক রুহু রুহেল, ফরিদা রহমান, ফারজানা পায়েল, চৌধুরী ফাহাদ প্রমুখ।

সভায় সংগঠনের সদস্য ফারুক হাসানের সন্তানের অকাল মৃত্যু ও অর্থ সম্পাদক সোহেল রানার শাশুড়ির মৃত্যুতে দোয়া পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে কর্মচারীদের ঈদ পোশাক বিতরণ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় আগুনে পুড়ল ৫ বসতঘর