চট্টগ্রামের পাঁচ জেলায় ৩৮ হাজার আনসার সদস্য মোতায়েন

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ৪:৫৮ পূর্বাহ্ণ

আনসার ও ভিডিপি চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক সাইফুল্যাহ রাসেল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে চট্টগ্রাম রেঞ্জের পাঁচটি জেলায় তিন হাজার ১৭০টি ভোটকেন্দ্রে ৩৮ হাজার ৪০ জন আনসারভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এই বাহিনীর সদস্যরা দুই স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। নির্বাচন কমিশনের নির্দেশনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবে। নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহযোগিতার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল শনিবার সকালে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোট কেন্দ্রের নিরাপত্তা বিধানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৎপরতা সম্পর্কে চট্টগ্রাম রেঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ৩১ আনসার ব্যাটালিয়নের পরিচালক নাজমুল হক নবী, চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব, ও উপপরিচালক সোনিয়া বেগমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, এছাড়া চট্টগ্রাম রেঞ্জের অধীন পাঁচটি জেলায় ২১ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন থাকবেন। ব্যাটালিয়ন আনসারের ৬৭২ সদস্যরা রিটার্নিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৮৪টি সেকশনে বিভক্ত হয়ে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনী সামগ্রী, ভোটকেন্দ্রের আশেপাশের নিরাপত্তা বিধান এবং ভোটাধিকার সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন রাখার জন্য বাহিনীর প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব এবং কর্তব্য পালনের নির্দেশনা দেয়া হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সমাপ্ত করার লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বদ্ধপরিকর।

পূর্ববর্তী নিবন্ধভাষাসৈনিক এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধসাগরপথে পাচারকালে রোহিঙ্গা নারীসহ উদ্ধার ৪