চট্টগ্রামের নতুন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) হিসেবে নিয়োগ পেয়েছেন এ জি এম মনিরুল হাসান সরকার। বগুড়ার বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে তাকে এ নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে চট্টগ্রামের বর্তমান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) কাজী মিজানুর রহমানকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল অধস্তন আদালতের বিচারকদের বড় সংখ্যায় পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজ পদে মোট ৮২৬ জনকে পদোন্নতি ও পদায়ন দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতি ও পদায়ন করা হয়। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ২৯৪ জন ও সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৮২ জন।












