চট্টগ্রামের নতুন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু

| মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। জেলাগুলো হলোচট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর ও নাটোর। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়। নতুন পদায়নকৃত পুলিশ সুপাররা হলেনটাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামে, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. মিজানুর রহমানকে টাঙ্গাইলে, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুরে ও পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোর জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। খবর বাসসের। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসানকে সিআইডির পুলিশ সুপার ও পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহাম্মদ তারিককে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে পদায়ন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগুম : হাসিনার বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ মাইকেল চাকমার
পরবর্তী নিবন্ধপ্রতারণার মামলায় অনন্ত জলিলকে আদালতের সমন