চট্টগ্রামের দোস্ত বিলিং থেকে ১৬ জুয়াড়ি আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ১:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন নিউমার্কেট মোড়স্থ দোস্ত বিল্ডিংয়ে অভিযান চালিয়ে ১৬ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিতে এএসআই মোঃ মোস্তফা কামাল এ অভিযান পরিচালনা করেন।

এ সময় দোস্ত বিলিংয়ের ৩য় তলাস্থ শিল্পী একাডেমীর কক্ষের ভিতর থেকে জুয়া খেলারত অবস্থায় ১৬ জনকে আটক করা হয়। এবং জুয়ার আসর হতে নগদ ৭ হাজার ৪০০ টাকা ও ৪ প্যাকেট জুয়া খেলার (তাস) জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির দৈনিক আজাদীকে বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল সেখানে নিয়মিত জুয়ার আসর বসছে। এরকম সংবাদের ভিত্তিতে সেখানে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করা হয়।

আটক আসামিদের সিএমপি অর্ডিন্যান্স এর ৯৪ ধারার অপরাধে গ্রেপ্তারপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় যাত্রীবাহী বাসের সাথে বাইকের সংঘর্ষ, চাচা-ভাতিজার মৃত্যু
পরবর্তী নিবন্ধটেকনাফ থেকে পরীক্ষামূলক সেন্টমার্টিন গেল এমবি বার আউলিয়া