চট্টগ্রামের দায়িত্ব নিতে ঢাকায় পল নিক্সন

| রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসর। সে লক্ষ্যে গতকাল শনিবার থেকেই তোরজোড় শুরু করে দিয়েছে দলগুলো। এর ধারাবাহিকতায় এরই মধ্যে ঢাকায় চলে এসেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ পল নিক্সন। টানা দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচের দায়িত্ব সামলাবেন ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটার পল নিক্সন। এ দায়িত্ব পালনের লক্ষ্যে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছেন তিনি। ঢাকায় এসে পল নিক্সন বলেন, ‘এবারের বিপিএলের জন্য তারুণ্য নির্ভর দল গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলে ট্যালেন্টের অভাব নেই। অনেকেই এরই মধ্যে জাতীয় দলে তাদের মেলে ধরেছেন। আমার বিশ্বাস বিপিএলে দারুণ কিছু হবে। আমি খুবই এক্সাইটেড।’

পূর্ববর্তী নিবন্ধমাসুদ স্মৃতি ক্রিকেট লিগ সম্পন্ন
পরবর্তী নিবন্ধএস এস ও ব্রাদার্স একাডেমির জয়লাভ