চট্টগ্রামে অস্ত্র মামলায় ১৪ বছরের কারাদণ্ড নিয়ে পলাতক তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ নুরুন্নবী ম্যাক্সন ভারতের কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের আলোচিত আট ছাত্রলীগ নেতা-কর্মী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ‘শিবির ক্যাডার’ সাজ্জাদের সহযোগী ছিলেন ম্যাক্সন (৪০)। খবর বিডিনিউজের।
বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামান গতকাল সোমবার বলেন, বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি পলাতক আসামি ম্যাক্সন কলকাতায় গ্রেপ্তার হয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে পুলিশ হেডকোয়ার্টারকে অবহিত করা হয়েছে। ২০১১ সালের ৪ জুলাই রাতে ব্রাহ্মণবাড়িয়া সিঙ্গার বিল এলাকার বিশ্বরোড চৌরাস্তা থেকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি দল শিবির কর্মী ম্যাক্সন ও সরোয়ারকে গ্রেপ্তার করে। পরে চট্টগ্রামে গ্রেপ্তার হন অপর শিবির কর্মী মানিক। তাদের তথ্যে ওয়াজেদিয়া এলাকার পুকুর থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক, একটি ওয়ান শুটার গান, একটি এলজি, দুটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড একে-৪৭ রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৬ সালের ৩১ অগাস্ট ইসলামী ছাত্র শিবিরের ওই তিনজন কর্মীকে ১৪ বছর কারাদণ্ড দেয় চট্টগ্রামের একটি বিশেষ ট্রাইব্যুনাল। পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, পরবর্তীতে ২০১৭ সালে জামিনে বেরিয়ে কৌশলে ওমান পালিয়ে গিয়ে ফেরার হন। সেখান থেকে পরিচয় পাল্টে ম্যাক্সন পশ্চিমবঙ্গে পালিয়ে যান। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার ডানলপ এলাকা থেকে শুক্রবার গভীর রাতে ম্যাক্সনকে সেখানকার সিআইডি সদস্যরা গ্রেপ্তার করে বলে স্থানীয় গণমাধ্যমের সংবাদে উঠে এসেছে।