চট্টগ্রাম জেলা প্রশাসক নিয়ন্ত্রিত ডিসি পার্কের ফুল উৎসবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ হামলা-ভাঙচুর করেছেন ২৫-৩০ জনের একটি গ্রুপ। হামলায় ডিসি পার্কের প্রবেশপথ, টিকিট কাউন্টার, ফুল গাছ, পার্কের দোকানসহ বিভিন্ন স্থাপনা তছনছ করে দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ডিসি পার্কের সামনের পোর্ট লিংক রোডে চলাচল করা লরি গাড়ির এক চালকের সঙ্গে পার্কের নিরাপত্তাপ্রহরীর বাগবিতণ্ডা হয়। সেখান থেকে ওই চালক চলে গিয়ে কিছুক্ষণ পর ২৫-৩০ জনের দলবল নিয়ে এসে লাঠিসোঁটা নিয়ে পার্কে হামলা চালান। তারা পার্কের প্রবেশপথ, টিকিট কাউন্টার, ফুল গাছ, পার্কের দোকানসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, ‘সড়কের এক গাড়ি চালকের সঙ্গে পার্কের নিরাপত্তাকর্মীর কথা কাটাকাটি হয়। এরপর ওই চালক গিয়ে ২৫-৩০ জনের দলবল নিয়ে এসে পার্কে হামলা চালান। এতে পার্কের ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে গেছে।’
এর আগে গত ৪ জানুয়ারি থেকে ডিসি পার্কে শুরু হয় ফুল উৎসব। এতে ১৩৬ প্রজাতির ফুল রয়েছে। আগামী বৃহস্পতিবার ‘গালা নাইট’ কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক আয়োজিত মাসব্যাপী ফুল উৎসব শেষ হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে. এম . রফিকুল ইসলাম বলেন সীতাকুণ্ড, ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক, লরীর ড্রাইভার ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং সহিংসতায় রুপ নেই। সহিংসতা প্বার্শবর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।