চট্টগ্রামের টেবিল টেনিস খেলোয়াড়দের জ্ঞাতার্থে

| বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৭:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক ঢাকায় অনুষ্ঠিতব্য শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস্‌ আন্তঃউপজেলা ও মহানগর বাছাই পর্বের খেলায় অংশগ্রহণ করবে চট্টগ্রাম জেলা।

এ লক্ষ্যে চট্টগ্রামের সকল উপজেলা ও মহানগরের টেবিল টেনিস খেলোয়াড়দের মধ্যে যারা ২ জানুয়ারী ২০০৬ সালে অথবা তার পরবর্তী সময়ে জন্মগ্রহণ করেছেন শুধুমাত্র তাদের মধ্যে আগ্রহীদের আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে অনলাইন জন্মনিবন্ধন সনদের ফটোকপি, ৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও মোবাইল নাম্বার সহ সিজেকেএস অফিসে জমাদান পূর্বক নাম এন্ট্রি করার জন্য সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক মো. হারুন রশিদ (প্রয়োজনে- ০১৮১৭-৭১৩৩২৩) অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবড় জাহাজ ভিড়বে চট্টগ্রাম বন্দরে
পরবর্তী নিবন্ধব্যাডমিন্টনে দেবাশীষ বড়ুয়ার ট্রিপল ক্রাউন অর্জন