টেকসই উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে ক্লিন, গ্রীন ও হেলদি সিটি হিসেবে গড়তে নগর সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের বলুয়ারদীঘি পাড় অভয়মিত্র মহাশ্মশান মন্দিরে শ্রীশ্রী পার্বতী সুহৃদ মাতার ৬৯তম তিরোধান দিবস উপলক্ষে বার্ষিক মহোৎসব উপলক্ষে সনাতন ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, এই শহরকে ক্লিন, হেলদি ও গ্রীন সিটি করতে চাই। একইসাথে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। যাতে শহরের সকল ধর্মের লোক নিরাপদে বসবাস করতে পারে। লন্ডন বা কানাডায় দেখবেন, সিটি গভর্নেন্স আছে। তাই টেকসই উন্নয়নের জন্য একটি শক্তিশালী ‘নগর সরকার’ অপরিহার্য, যা ছাড়া পরিকল্পিত ও সমন্বিত নগর গড়া সম্ভব নয়, কারণ বর্তমানে চসিকের সেই ধরনের ক্ষমতা ও কর্তৃত্ব নেই, যা একটি পূর্ণাঙ্গ নগর সরকারের থাকা উচিত। তবে আমার সবটুকু দিয়ে শহরকে আধুনিক নগরে পরিণত করতে চাই। সভায় অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষদে’র সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পালের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম–৯ আসনে সংসদ সদস্য প্রার্থী আবু সুফিয়ান, সাবেক কমিশনার ইসমাইল বালি, আনোয়ার হোসেন লিপু সহ পরিষদের নেতৃবৃন্দরা। সভার শুরুতে সাধু–সন্ন্যাসীগণ কর্তৃক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
ডা. শাহাদাত বলেন, এই মন্দিরে আগে এখানে শবদেহ রোদের মধ্য দাহ করতে হতো। এখন এখানে ছায়ার জন্য শেড করা হয়েছে। এটাই মানুষ হিসেবে নৈতিক কর্তব্য। মানুষকে মানবিক হতে হবে, সে যে ধর্মেরই হোক না কেন। শ্রীকৃষ্ণ বলেছে– দুষ্টের দমন সৃষ্টির পালন। এটা সকল ধর্ম গ্রন্থে বলা হয়েছে। দুষ্টু কারা আছে, তাদের সকলকে চিনেন। তাই অসৎ কাজ থেকে দূরে থাকবেন, সৎ কাজে নিয়োজিত হবেন। প্রেস বিজ্ঞপ্তি।












