বাঁশখালীর প্রধান সড়কটি সংস্কার ও ৪ লেনে উন্নীতকরণে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার বাঁশখালীবাসী ও ছাত্রসমাজের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসককে এ স্মারকলিপি প্রদান করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদানকালে দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মুহাম্মদ নিজাম উদ্দীনের উদ্যোগে এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির নেতা ও এডিশনাল পিপি ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, এডিশনাল পিপি মফিজুল হক, এডভোকেট সরওয়ার কামাল, দৌলত আকবর, আরিফুল হক তায়ের, জয়নাল আবেদিন, তৌহিদুল বারী, সিরাজুল করিম মানিক, মোহাম্মদ সাগর, আরাফাতুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ মাহফুজ প্রমুখ। এদিকে সড়কে প্রতিনিয়ত লেগে থাকা যানজটের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম বলেন, প্রধান সড়ক যানজটমুক্ত রাখার জন্য প্রতিনিয়ত মোবাইল কোর্টসহ মালিক ও চালকদের সাথে মতবিনিময় হয়। যারা দোকানের মালামাল রাস্তার পাশে রাখে তাদের সর্তক ও জরিমানা করা হয় যাতে করে যানজটমুক্ত থাকে প্রধান সড়কটি। তিনি এ ব্যাপারে সবাইকে নিজ নিজ অবস্থান ও দায়িত্ববোধ থেকে যানজট নিরসনে এগিয়ে আসার আহ্বান জানান।












