এশিয়া মডেল ফেস্টিভ্যাল গত ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছে। ফেস অব এশিয়া, এশিয়া ওপেন কালেকশন, এশিয়া মডেল অ্যাওয়ার্ড –এই তিনটি অংশ ছিল এই ইভেন্টে। ফেস অব এশিয়ার অংশ হিসেবে চলতি বছরের জুন মাসে বাংলাদেশে অনুষ্ঠিত আর্কা ফ্যাশন উইকে ফেস অব বাংলাদেশ নির্বাচিত হন জারিফ শাবাব, আকলিমা আতিকা কণিকা ও দিল আফরোজ হাসান। ২৭টি দেশের নির্বাচিত ৫০জন মডেল সুযোগ পেয়েছেন ফেস অব এশিয়ায়। এটি প্রতিযোগিতার ১৫তম আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জারিফ শাবাব ও আকলিমা আতিকা কণিকা। বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে ফেস অব এশিয়ার শীর্ষ দশে স্থান করে নিয়েছেন নবীন মডেল চট্টগ্রামের ছেলে জারিফ শাবাব। পাশাপাশি ভোটিং রাউন্ডে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন জারিফ। আন্তর্জাতিক মডেলিং প্রতিযোগিতায় ভোটিং রাউন্ড বিজয়ী প্রথম বাংলাদেশি জারিফ। আকলিমা কণিকা হয়েছেন তৃতীয়। আর নারী মডেলদের মধ্যে প্রথম। হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলীর জারিফ শাবাবের বাবা শওকত হোসেন সরকারি চাকুরিজীবী, মা শিক্ষক ও কবি নিলুফা ইয়াসমিন। সে আইইউবির বিবিএর শিক্ষার্থী। প্রেস বিজ্ঞপ্তি।