চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন হবে কবে

| রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:০৯ পূর্বাহ্ণ

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের প্রতি আন্তরিক বিধায় হাজারহাজার কোটি টাকার মেঘা প্রকল্পের আওতায় চট্টগ্রামের খালগুলি খননের ব্যবস্থা নিতে সি.ডি..-কে ক্ষমতা অর্পণ করেন। কিন্তু দুর্ভাগ্য কাজ চলছে ধীরগতিতে আর এদিকে চট্টগ্রামবাসীর দুর্ভোগ শেষ হচ্ছে না। বছরের পর বছর সময় অতিবাহিত হলেও কিন্তু কাজ শেষ হচ্ছে না। জোয়ার ও বৃষ্টির পানিতে সমগ্র চট্টগ্রামে জলাবদ্ধতার সৃষ্টি করছে। বাড়িঘরব্যবসা প্রতিষ্ঠান ডুবে যাচ্ছে এদিকে কারোকোনো দায়দায়িত্ব নেই বললেই চলে। এর একটি বিহীত হওয়া প্রয়োজন। তাই চট্টগ্রামের মেয়র মহোদয়, জেলা প্রশাসক, সিডিএ চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জনপ্রতিনিধিসহ দায়িত্বশীল মহলকে অনতিবিলম্বে চট্টগ্রামের সমস্যা সমাধানে আন্তরিক হওয়ার উদাত্ত আহ্‌বান জানাচ্ছি।

এম. আবু ছৈয়দ চৌধুরী

সংগঠক, সমাজকর্মী

নিমতলা, বন্দর,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমমতাজউদদীন আহমদ : বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধসফল ওরা হবেই