বৃষ্টির দিন ঘনিয়ে এলেই বাণিজ্যিক নগরীখ্যাত চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে দেখা যায় বেহাল দশা, জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে। সামান্য বৃষ্টিতেই বছরের অনেক সময় এখানে এ সমস্যা দেখা যায়। এমনকি কিছু এলাকায় বৃষ্টি না থাকলেও পানি জমে থাকে প্রায় ১০–১২ ঘণ্টা। এ সময় নগরীর যোগাযোগ ব্যবস্থায় বিরাট সমস্যার সম্মুখীন হয় যাতায়াতকারীদের, যানবাহন ভাড়া বৃদ্ধি পায় প্রায় কয়েকগুণ। তাছাড়া বৃষ্টির দিন এলেই এখানে রাস্তা ও নালা আলাদা করা যায় না। এসব নালা হয়ে ওঠে একেকটা মৃত্যুফাঁদ। নগরের পরিশোধন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। কর্তৃপক্ষ নিয়মিত নালা নর্দমা থেকে আবর্জনা পরিষ্কার না করায় এ সমস্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। অতএব এ সমস্যা থেকে উত্তরণের উপায় হিসেবে পরিকল্পিত পদক্ষেপ হাতে নেয়ার জন্য সংশ্লিষ্ট মেয়র ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জান্নাতুল ফেরদৌস সায়মা
শিক্ষার্থী, আইন বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।









