চট্টগ্রামের জন্য তৈরি হচ্ছে ৬০ হাজারের বেশি ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল

থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ১৬ আসনে ভোটগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে ৬০ হাজারেরও বেশি ভোটগ্রহণ কর্মকর্তার (প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্যানেল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরির জন্য চট্টগ্রামের সকল সরকারিস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা ও শিক্ষকদের নামের তালিকা চেয়ে চিঠি দিয়েছিল চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস।

প্রতিষ্ঠানে কর্মরতদের নামের তালিকা ২৫ সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে পাঠানোর জন্য নির্দেশনা দেয়া হয়। চিঠি পাওয়ার পর সকল প্রতিষ্ঠান থেকে কর্মকর্তাদের নামের তালিকা জেলা নির্বাচন অফিসে পাঠানো হয়।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কর্মকর্তাদের নামের তালিকা পাওয়ার পর চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের সংশ্লিষ্ট থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদেরকে আসন ভিত্তিক ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরির দায়িত্ব দেয়া হয়। এখন পুরোদমে প্যানেল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে থেকে জানা গেছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ভোটগ্রহণের জন্য লাগবে মোট ৪৪ হাজার ভোটগ্রহণ কর্মকর্তা। কিন্তু এর জন্য মোট ৬৬ হাজারের বেশি ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২০ অক্টোবর চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ স্বাক্ষরিত চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্র এবং ১২ হাজার ৩৮৭টি ভোটকক্ষ (বুথ) চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকায় দেখা গেছে, চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে এবার ভোটকেন্দ্র কমেছে ৫৮টি এবং ভোটকক্ষের (বুথের সংখ্যা) সংখ্যা কমেছে ১হাজার ৩৪৫টি। প্রকাশিত তালিকায় দেখা গেছে, ১২হাজার ৩৮৭টি বুথের মধ্যে পুরুষ বুথের সংখ্যা ৫হাজার ৮৪৫টি এবং মহিলা বুথের সংখ্যা ৬হাজার ৬৪২টি। এরমধ্যে অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ৮৫৭টি।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৬ আসনে ১হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রের জন্য ১হাজার ৯৬৫ জন প্রিসাইডিং অফিসার এবং ১২হাজার ৩৮৭টি ভোটকক্ষের জন্য ১২হাজার ৩৮৭ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ২৪হাজার ৭৭৪জন পোলিং অফিসারসহ আরও অতিরিক্ত ১০ শতাংশ ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি করা হবে।

এই ব্যাপারে চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ আজাদীকে বলেন, নির্বাচন কমিশন থেকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল তৈরির নির্দেশ দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজিসাস আনোয়ারা উপজেলা কমিটি গঠন : সভাপতি শাহনূর ও সম্পাদক আবছার
পরবর্তী নিবন্ধটেকনাফে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার