বিপিএলের সব আসরেই ছিল চট্টগ্রামের দল। কিন্তু চট্টগ্রামের ক্রিকেটাররা খুব কমই খেলতে পেরেছে চট্টগ্রামের হয়ে। তামিম, রাব্বি, নাঈম, ইরফান শুক্কুর কিংবা ইমন, দিপুরা খুব কমই সুযোগ পেয়েছে চট্টগ্রামের পক্ষে খেলার। এবারের আসরেও যেমন কেবল ইরফান শুক্কুর খেলছেন চট্টগ্রামের পক্ষে। তামিম এবং রাব্বি খেলছেন খুলনার হয়ে। আর এবারের আসরে নতুন অভিজ্ঞতা হতে চলেছে ইয়াসির আলি চৌধুরির। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে অধিনায়কত্ব করবেন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান। খুলনা টাইগার্সের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন তিনি।
এক ভিডিও বার্তায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ইয়াসিরকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন খুলনার টাইগার্সের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা বেগম। তারুণ্যে ভর করে বড় সাফল্যের প্রত্যাশা তাদের। প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে আইকন হিসেবে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে দলে নিয়েছিল খুলনা। ধারণা করা হচ্ছিল তামিমই নেতৃত্ব দেবেন এই দলকে।
তবে তার সঙ্গে কথা বলেই ইয়াসিরকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানায় খুলনা। টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয় আমাদের কোচ খালেদ মাহমুদ সুজন ও আইকন ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে কয়েকবার আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে এসেছি। এবার আমাদের অধিনায়ক ইয়াসির আলি চৌধুরি।
ইয়াসিরকে অধিনায়ক করার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি তরুণ প্রতিভার মাধ্যমে সব কিছু সম্ভব। সবারই নিজেকে চেনানোর ও নেতা হিসেবে গড়ে ওঠার জন্য একটা সুযোগ পাওয়া উচিত। এভাবে সে নিজেকে প্রস্তুত করতে পারবে। বাংলাদেশ ক্রিকেট দলও আরও একজন মানসম্পন্ন অধিনায়ক পেতে পারে। ২০১৫ সালে চিটাগং ভাইকিংসের হয়ে বিপিএল অভিষেক হয়েছে ইয়াসিরের। সেবার তার অধিনায়ক ছিলেন তামিম। প্রায় ৮ বছর পর এবার ইয়াসিরের অধিনায়কত্বে খেলবেন তামিম।