চট্টগ্রামের ছেলে ইরফান শুক্কুরের হাফ সেঞ্চুরি জয় পেল সাকিববিহীন মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৪ জুন, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

সাকিব আল হাসান বহিষ্কারের পর গতকাল প্রথম মাঠে নেমেছিল মোহামেডান। সে ম্যাচটিতেও বৃষ্টি আইনি জয় তুলে নিয়েছে মোহামেডান। এই ম্যাচে মোহামেডানের জয়ের নায়ক চট্টগ্রামের ছেলে ইরফান শুক্কুর। তার দারুণ হাফ সেঞ্চুরির ওপর ভর করে মোহামেডান সংগ্রহ করেছিল ৫ উইকেটে ১৫৯ রান । শেষ পর্যন্ত বৃষ্টি আইনে প্রতিপক্ষ ওল্ড ডিওএইচএসকে ৯ রানে হারিয়েছে মোহামেডান। জবাবে ব্যাট করতে নামা ওল্ড ডিওএইচএস ইনিংসের ১৪ তম ওভারে বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৬ ওভারে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তাদের সামনে নতুন লক্ষ্য দাড়ায় ১৬ ওভারে ১২৫ রানের। কিন্তু ৪ উইকেটে ১১৫ রানে থামে ওল্ড ডিওএইচএস এর ইনিংস। আর তাতেই ৯ রানের জয় পায় মোহামেডান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই পারভেজ হোসেনকে হারায় মোহামেডান। ১৪ রান করে ফিরেন তিনি। আরেক ওপেনার আব্দুল মজিদ দুটি করে ছক্কা ও চারের সাহায্যে ২৯ বলে ২৯ রান করে ফিরেন। তবে তিন নম্বরে ব্যাট করতে নামা চট্টগ্রামের ছেলে এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন। কিন্তু অপর প্রান্তে ইনিংস বড় করতে পারেননি শামসুর রহমান, নাদিফ চৌধুরিরা। শেষ পর্যন্ত ৪২ বলে পাঁচ ছক্কা ও তিনটি চারের সাহায্যে ৬৮ রানে অপরাজিত থাকেন ইরফান শুক্কুর। ১৬০ রান তাড়া করতে নেমে ওল্ড ডিওএইচএসকে ভালো শুরু এনে দেন আনিসুল ইসলাম ও রাকিন আহমেদ। চারটি চারের সাহায্যে ২৩ রান করা আনিসুলকে রান আউট করে ৪৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন শুভাগত হোম চৌধুরি। ইনিংসের ১৩.৪ ওভারের সময় বৃষ্টি নামলে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। সে সময় ওল্ড ডিওএইচএসের স্কোর ছিল ৪ উইকেটে ১০০। আবার খেলা শুরু হলে তাদের দরকার ছিল ১৪ বলে ২৫ রান। কিন্তু তারা সংগ্রহ করতে পারে ১৫ রান। শুভাগত ২৫ রানে নেন ২ উইকেট। তাসকিন ১২ রানে নিয়েছেন একটি উইকেট। ম্যাচ সেরা হয়েছেন ইরফান শুক্কুর। ৮ ম্যাচে এটি মোহামেডানের পঞ্চম জয়। ওল্ড ডিওএইচএসের পঞ্চম হার।

পূর্ববর্তী নিবন্ধক্রোয়েশিয়াকে হারিয়ে শুভ সূচনা ইংল্যান্ডের
পরবর্তী নিবন্ধআইভরিকোস্টে বিস্ফোরণ ২ সৈন্য ও ১ পুলিশ কর্মকর্তা নিহত