উপজেলা ব্যবস্থার প্রবর্তক ও পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের স্মরণে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা দিবস উপলক্ষে পটিয়ায় জাতীয় পার্টির উদ্যোগে একটি রেস্তোরাঁয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জাপা’র সভাপতি ফরিদ আহমদ চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী।
পটিয়া পৌর জাপার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জাপার ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার আহবায়ক আমান উল্লা আমান, প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলার সদস্য সচিব নুরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, ফয়জুল কবির চৌধুরী টিটু, নাজিম উদ্দীন নাসু, তাপস বড়ুয়া, ইকবাল মেম্বার, আমিন ফারুকী, সৈয়দুল আরেফিন প্রান্ত, শাহ আলম, ইউসুফ ও আজিজ প্রমুখ।
সভায় পটিয়াসহ চট্টগ্রামে চলতি বছর বিভিন্ন সময়ে প্রায় ১০ হাজার ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও গ্রামীণ উন্নয়নের অন্যতম স্থপতি। তাঁর দূরদর্শী চিন্তা ও উদ্যোগেই দেশের সর্বত্র উপজেলা পদ্ধতি চালু হয়, যা তৃণমূলের জনগণকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করেছে। সভায় জেলা ও উপজেলা জাতীয় পার্টি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












