চট্টগ্রামের গালিবের ডবল ক্রাউন অর্জন

সাউথ এশিয়া রিজিওনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ব্যাডমিন্টন এশিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত সাউথ এশিয়া রিজিওনাল (অনুর্ধ্ব১৭) ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে ডাবল ক্রাউন লাভ করেছে চট্টগ্রামের ছেলে এস.এস.এম সিফাত উল্লাহ গালিব। নেপালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার ৫টি দেশ যথাক্রমে বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকা অংশ গ্রহন করে। টুর্নামেন্টের একক ইভেন্টে গালিব ৩২ সেটে শ্রীলংকান শাটলার থিদাসা ওয়েরাগোদা’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এরপর দ্বৈত ইভেন্টে সিফাত উল্লাহ গালিব জুটি বাধে রাজনের সাথ্‌ে এ দুজন মিলে ডাবলস ইভেন্টের ফাইনালে নেপালের শাটলার কবির কে.সি ও অভয় মাহেরা জুটিকে সরাসরি ২০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ সরওয়ার আলমের কনিষ্ঠ পুত্র এবং দেশের বর্ষসেরা উদীয়মান ব্যাডমিন্টন খেলোয়াড় এস.এস.এম সিফাত উল্লাহ গালিব ইতোপূর্বে ভারতের আসামে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া ব্যাডমিন্টন (অনুর্ধ্ব১৫ ও ১৭) প্রতিযোগিতায় ডাবলস ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করেছিল। স্বাধীনতার পর বাংলাদেশের হয়ে দক্ষিণ এশিয়ার ব্যাডমিন্টনে এই ইভেন্টে এটিই ব্যক্তিগত ও দলগত সেরা অর্জন। দেশের ব্যাডমিন্টনে জুনিয়র, সাব জুনিয়র, বাংলাদেশ গেমস, যুব গেমস সহ বিভিন্ন প্রতিযোগিতায় গালিব চ্যাম্পিয়ন হয়ে কৃতিত্ব দেখিয়েছে। চট্টগ্রামের ক্রীড়াবিদরা যখন ক্রমশ হারিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল থেকে, ঠিক তখন গালিবের এই অর্জন চট্টগ্রামের হারানো গৌরব ফিরে পাওয়ার ইঙ্গিত প্রদান করে। আন্তর্জাতিক পর্যায়ে জুনিয়র বিভাগে সাফ্যল পাওয়া গালিবের লক্ষ্য এখন সিনিয়র পর্যায়ে সাফল্য লাভ করা।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা একাডেমি সেমিফাইনালে
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.৮৪ কোটি টাকা