চট্টগ্রামের কৃতী সন্তান ফারজানা করিমকে সম্মাননা

গ্রেটার ম্যানচেস্টারে অনুষ্ঠিত হলো ‘কবিতা সন্ধ্যা’

| সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ১২:৪০ অপরাহ্ণ

গ্রেটার ম্যানচেস্টার যুক্তরাজ্য ২০ শে জুলাই
বাংলাদেশ থেকে আসা চট্টগ্রামের মেয়ে, কবি এবং সংবাদ পাঠিকা ফারজানা করিমকে কেন্দ্র করে যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারে অনুষ্ঠিত হলো এক সাহিত্য ও সাংস্কৃতিক সন্ধ্যা — “An Evening of Poetry with Farzana Karim”।

এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাহিত্যচর্চা, সংস্কৃতি এবং শিকড়ের সঙ্গে সংযোগের এক বিরল পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজনে ছিলেন ফয়সাল কবীর নিক্সন, সহযোগিতায় UKMC Management College এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শেতু চৌধুরী।

কবি ফারজানা করিমের সাহিত্যিক অবদান এবং চট্টগ্রামের প্রতিনিধিত্ব করায়, তাঁকে Greater Manchester Chattogram Association (GMCA)–এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ক্রেস্টটি তুলে দেন GMCA চেয়ারম্যান ফয়সাল কবীর নিক্সন এবং সেক্রেটারি ফরহাদ ইকবাল চৌধুরী।

ফারজানা করিম তাঁর আবেগঘন কবিতার মাধ্যমে তুলে ধরেন: নারীর অভিজ্ঞতা, অভিবাসনের চ্যালেঞ্জ, আত্মপরিচয় ও শেকড়ের খোঁজ। এই আয়োজনে উপস্থিত প্রবাসী ও তরুণ প্রজন্ম ফারজানার কবিতায় খুঁজে পান নিজেদের গল্প। কবিতার টানে ম্যানচেস্টারের বাইরের শহর লিডস, সেফিলড, চেস্টার থেকেও কবিতা প্রেমীদের সমাগম হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব সুলতানা সেলিম। লিডস থেকে আসেন সৈয়দ আনোয়ার রেজা, তুলি ব্যানার্জি, সে ফিল্ড থেকে আসেন সঙ্গীত, সৈয়দা তুলতুল আহমেদ, চেষ্টার থেকে আসেন রায়হান উদ্দিন, তিতাস, নাবিহা আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজমা হাসান, ব্রিগেডিয়ার মাসুদ, বিশিষ্ট কবি এবং সাহিত্যিক তবেদার বকুল রসুল, কমিউনিটি ব্যক্তিত্ব জুয়েল মুত্তাকিল্লাহ, ইঞ্জিনিয়ার পাগল ডক্টর সুরজিৎ ফখরুল ইসলাম মাসুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ মাসুদ, বিশিষ্ট সাংবাদিক আমিনুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান, মনিরুজ্জামান পাপ্পু, নঈম ওসমান কুতুব উদ্দিনসহ আরো অনেকে।

Focus TV পুরো অনুষ্ঠানটির ভিডিও কাভারেজ ও সম্প্রচারে সহযোগিতা করে। আয়োজক ফয়সাল কবীর নিক্সন বলেন,
”এই আয়োজন শুধু সাহিত্য নয়, এটি আমাদের সংস্কৃতিকে প্রবাসে বাঁচিয়ে রাখার প্রয়াস। ফারজানা করিম চট্টগ্রামের গর্ব, এবং আমরা তাঁর অবদানকে সম্মান জানাতে পেরে গর্বিত। ভবিষ্যতেও বাংলাদেশের যে কোন ব্যক্তিত্বকে সম্মান জানানোর জন্য গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে এই ধরনের আয়োজন করবেন”

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ৪
পরবর্তী নিবন্ধরাঙামাটির মারিশ্যা-বাঘাইহাট সড়কে পাহাড় ধস