চট্টগ্রামের কর অঞ্চল-৬ ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের যৌথ উদ্যোগে ওয়ার্কশপ

| সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্লাবে কর অঞ্চল, চট্টগ্রাম ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের যৌথ উদ্যোগে গতকাল রবিবার সকালে মতবিনিময় সভা এবং উৎসে কর কর্তন ওয়ার্কশপ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন।

তিনি তার বক্তব্যে কর কমিশনারের রিহ্যাবের পক্ষ থেকে কতিপয় দাবিদাওয়া তুলে ধরেন। তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ পূর্বক ফাইল অডিটের ক্ষেত্রে রিহ্যাবের মাধ্যমে অবহিত করলে রিহ্যাব সদস্যগণ উপকৃত হবেন এবং অহেতুক ভীতি দূর হবে। প্রয়োজনে এ বিষয়ে “রিহ্যাব” কাউন্সেলিং করবে। আর্থিকভাবে সচ্ছল ও স্বাভাবিক কর নির্ধারণের ক্ষেত্রে সৃষ্ট করদায় পরিশোধ করা সদস্য কোম্পানিগুলোর পক্ষে সম্ভব হয় এবং তারা তা করে থাকেন। কিন্তু অস্বাভাবিক কর নির্ধারণ বা একতরফা কর নির্ধারণের ক্ষেত্রে সম্ভবপর হয় না। অনেক সময় সদস্য কোম্পানিগুলো আয়কর শুনানির নোটিশ, ডিমান্ড নোটিশ বা তাগাদাপত্র ইত্যাদি সময়মত পায়না বা একেবারেই পায় না তখন তারা খেলাপি হয়ে যায়। কিন্তু আয়কর কর্তৃপক্ষ হিসাবে প্রদর্শিত ব্যাংকের নাম থেকে ব্যাংক এটাচম্যান্ট দিয়ে থাকে। এটি সদস্য কোম্পানীগুলোর জন্য বিব্রতকর, ব্যাংক বা বাজারে সুনাম নষ্ট হয়।

সভায় কর কমিশনার উৎসে কর কর্তন ও কর সংক্রান্ত বিষয়ে বিদ্যমান জটিলতা, অসামঞ্জস্যতা ও বৈষম্যতা দূরীকরণের জন্য রিহ্যাবের প্রস্তাবনাসমূহ গুরুত্বের সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সুপরিশের আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় এবং উৎসে কর কর্তন ওয়ার্কপে শুভেচ্ছা বক্তব্য রাখেন রিহ্যাবের পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কোচেয়ারম্যান () মোহাম্মদ মোরশেদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন কর কমিশনার ফরিদ আহমেদ, যুগ্ম কর কমিশনার মোসাম্মৎ মাকসুদা ইসলাম, যুগ্ম কর কমিশনার মহিদুল ইসলাম, উপ কর কমিশনারবৃন্দ ও সহকারী কর কমিশনারবৃন্দ, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, শারিস্থ বিনতে নূর, নূর উদ্দীন আহাম্মদ, মোহাম্মদ মাঈনুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যবৃন্দ, রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানসমূহের কর্মকতূাবৃন্দ রিহ্যাবের পক্ষে ভ্যাট ও ট্যাক্স বিষয়ে পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন এরাদাত উল্যাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবহু ভাষাবিদ ও জ্ঞানতাপস
পরবর্তী নিবন্ধসেইভ দ্যা হাঙ্গার পিপলের খাবার ও নতুন পোশাক বিতরণ