চট্টগ্রামের কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে ‘ক্রিয়েটরস স্পট লাইট’ শীর্ষক এক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরের ফিনলে স্কয়ারের সপ্তম তলায় চট্টগ্রামের ক্রিয়েটরস হাবে এই ক্লোজড–ডোর ইভেন্টটি অনুষ্ঠিত হয়। যেখানে দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত হয়ে সোশ্যাল মিডিয়া, কনটেন্ট ক্রিয়েশন এবং ব্র্যান্ডিং বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এটি ছিল একটি ব্যতিক্রমী গেট–টুগেদার, যেখানে চট্টগ্রামের ৫০ জন প্রতিষ্ঠিত কনটেন্ট ক্রিয়েটর অংশ নিয়েছেন। এই আয়োজনের উদ্দেশ্য ছিল কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধি, ক্রিয়েটিভিটি নিয়ে ধারণা শেয়ার করা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সফল হওয়ার কৌশল নিয়ে আলোচনা করা।
খবমরঃ ইধহফধ এবং টসনৎবষষধ এর আয়োজনে অনুষ্ঠিত এই সেশনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা থেকে আসা কনটেন্ট ক্রিয়েটর সিহাব হোসেন নিয়ন, আমিন হান্নান, এবং মুকিত জাকারিয়া। তাদের প্রত্যেকের সেশনই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা উপস্থিত কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে।