তারুণ্য নিয়ে উচ্ছ্বাস ও আশাবাদ আমাদের সমাজে প্রবলভাবে উপস্থিত। তরুণেরাই সমাজের ভরসা। চট্টগ্রামের উন্নয়ন সংগ্রামে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। গ্রেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এসব কথা বলেন।
ফোরাম সভাপতি মির্জা ইমতিয়াজ শাওনের সভাপতিত্বে গত ১৪ এপ্রিল নগরীর একটি রেস্টুরেন্টের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, মির্জা ইমতিয়াজ শহীদ শাওন, জাহেদ কায়সার, শাদ ইরশাদ, সৈকত অন্ত, কামাল উদ্দিন, সেলিম তালুকদার আকাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












