চট্টগ্রামের উন্নয়নে ব্যারিস্টার মনোয়ারের মতো অন্যদেরও এগিয়ে আসতে হবে

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ড. অনুপম সেন

| শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের উন্নয়ন সংগ্রামে ব্যারিস্টার মনোয়ারের মতো অন্যান্যদের এগিয়ে আসতে হবে। ‘অদম্য এক মনোয়ার হোসেন’ গ্রন্থের দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন এ মন্তব্য করেন।

চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে গত বুধবার চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে এই প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি কমার্স ফ্যাকাল্টির সাবেক ডিন প্রফেসর রনজিত দে। আলোচনায় অংশ নেন, ব্যারিস্টার মনোয়ার হোসেন, শিল্পী শাহরিয়ার খালেদ, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, লন্ডন বারা অফ বাকিং অ্যান্ড ডেগেনহামের কাউন্সিলর ও গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ গণি, নারী নেত্রী লাইলা ইব্রাহিম বানু, ফোরামের সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, মাসুদ খান, কাজী শহীদুল্লাহ, আখতার হোসেন, গোলাম রসুল মান্নান, মোহাম্মদ নূর, শিফায়েত উল্লাহ, সালাহউদ্দিন রকী প্রমুখ।

ব্যারিস্টার মনোয়ার বলেন, তিনি সারা জীবন সৎ, আদর্শবান থেকে সব সময় চেষ্টা করেছেন পেশাগত কর্তব্য পালন করতে আর নিঃস্বার্থে জনসেবার কাজে নিজেকে নিয়োজিত রাখতে। বক্তারা বলেন, ৮০ দশকের শেষের দিকে ও ৯০ দশকের প্রথমার্ধে বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের জন্য ব্যারিস্টার মনোয়ার সকল মত ও পথের মানুষকে ঐক্যবদ্ধ করে বলিষ্ঠ আন্দালন গড়ে তুলেছিলেন বলেই চট্টগ্রামের এতটুকু উন্নয়ন সাধিত হয়েছে। স্বদেশে আর প্রবাসে তিনি মানবসেবার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন যেটি আগামী দিনে আমাদের প্রজন্মকে উৎসাহিত করবে। এই গ্রন্থ থেকে তাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক জনতার মহাসমাবেশ জনসমুদ্রে রূপান্তর হবে
পরবর্তী নিবন্ধকুমিল্লা রানীয়ারায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল