জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুচ ছালাম গতকাল শনিবার জহুর আহমেদ চৌধুরী, এমএ আজিজ, এবিএম মহিউদ্দিন চৌধুরী, এম এ মান্নান, এনামুল হক দানু, আফছারুল আমীনের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও চট্টগ্রামের উন্নয়নে প্রয়াত নেতাদের বীরোচিত অবদান অক্ষয় হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রামে চট্টগ্রামের নেতাদের অবদান অসামান্য। জাতির জনক বঙ্গবন্ধুর ছায়া হয়ে তারা চট্টগ্রামের মানুষকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পক্ষে ঐক্যবদ্ধ করেছিলেন এবং জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলেন। স্বাধীনতাত্তোর প্রয়াত নেতারা চট্টগ্রামের উন্নয়নে যে কাজ শুরু করেছিলেন এবং এগিয়ে নিয়েছিলেন, আমি এর ধারাবাহিকতা বজায় রেখে আমার এলাকার উন্নয়নকে আরো গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, বদিউল আলম, শফর আলী, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, অ্যাড. ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, জালাল উদ্দিন ইকবাল, বখতিয়ার উদ্দিন খাঁন, দেলোয়ার হোসেন খোকা,সামশুল আলম, কাউন্সিলর এম. আশরাফুল আলম, নুর মোহাম্মদ নুরু, নিজাম উদ্দিন নিজু, কাউন্সিলর শফিকুল ইসলাম, কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, কাউন্সিলর মো. মোবারক আলী, সম্পাদক আজিজুর রহমান, ইশতিয়াক আহমেদ চৌধুরী, দেবাশীষ আচার্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।