চট্টগ্রামের গতকাল নতুন করে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৩৫ জন। এছাড়া মারা গেছেন দুই জন। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যমতে, চলতি জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হন ৯০ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ২৩৬ জন নগরীর এবং ২৯৯ জন জেলার বাসিন্দা। এছাড়াও আক্রান্তদের মধ্যে ৩০২ জন পুরুষ, ১৪৫ জন নারী এবং ৮৮ জন শিশু রয়েছে।