চট্টগ্রামের আবর্জনা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে চায় চীনা প্রতিষ্ঠান

| বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আবর্জনা থেকে আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে ৩০৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে চীনের সিভিয়াচায়না হার্বারঅর্চার্ড কনসোর্টিয়াম। গতকাল মঙ্গলবার এ বিষয়ে এক সভা চসিকের টাইগারপাসস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল হুদাসহ কনসোর্টিয়ামের প্রতিনিধি হিসেবে অর্চার্ড গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফারুক, অর্চার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এজাজ মোহাম্মদ, সিভিয়ার দক্ষিণ এশিয়া ডিভিশনের প্রধান বিপণন প্রধান জিন পেং, চায়না হার্বারের উপব্যবস্থাপনা পরিচালক জাং ফু এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফুল হক উপস্থিত ছিলেন।

সভায় প্রতিনিধি দলটি জানায় চীনে এই প্রতিষ্ঠানের এ ধরনের ৪১টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির অভিজ্ঞতা আছে। সভায় কনসোর্টিয়াম চসিকের কাছে প্রকল্প বাস্তবায়নের জন্য কর্ণফুলী নদীর উপকূলে ৩৫ একর ভূমি চেয়েছে যেখানে বাস্তবায়িত প্রকল্প থেকে ৩০৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা বাণিজ্যিকভাবে বিক্রি করবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির এ উদ্যোগের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে নীতিগত সম্মতি দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআলো আর ছায়া
পরবর্তী নিবন্ধকি ছু জা না কি ছু অ জা না