চট্টগ্রামের আদালত থেকে ২ মামলা প্রত্যাহার চেয়েছে দুদক

| বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৮:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিভাগীয় বিশেষ জজের আদালত থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বিচারাধীন দুই মামলা প্রত্যাহার করে উপযুক্ত অন্য আদালতে কেন বদলি করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই দুই মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। সমসাময়িককালে প্রাতিষ্ঠানিকভাবে এ ধরনের মামলা প্রত্যাহার করে বদলির আবেদন প্রথম বলে মনে করছেন দুদকের আইনজীবী। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। পরে খুরশীদ আলম খান জানান, কালুরঘাট রোড উন্নয়ন ও সমপ্রসারণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে ২০১০ সালে চট্টগ্রামের চান্দগাঁও থানায় করা একটি মামলায় ১০ জন এবং অপরটিতে ১২ জনকে আসামি করা হয়েছে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধ৪৯তম বিজয় দিবসে প্রধানমন্ত্রীর তিনটি চ্যালেঞ্জ : আয়বৈষম্য হ্রাস, দুর্নীতি দমন এবং লাইনচ্যুত গণতন্ত্রকে পুনরুদ্ধার
পরবর্তী নিবন্ধনিম্নমানের লবণ উৎপাদন ও অনুমোদনহীন ওজন যন্ত্র ব্যবহার