চট্টগ্রামেও স্মৃতিসৌধ হবে : জেলা প্রশাসক

‘দুর্নীতি ঠেকাতে গিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি’

আজাদী প্রতিবেদক | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমেই ভূমি অধিগ্রহণ শাখাকে সাজানোর মাধ্যমে দুর্নীতি সমূলে উৎপাটনের চেষ্টা করেছি। এ কাজ করতে গিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। তবে তা সততার সাথে মোকাবেলা করেছি। এরই ধারাবাহিকতায় দুজন সহকর্মীকে বরখাস্ত করেছি। সাতজনকে স্ট্যান্ড রিলিজ করেছি। দুজন দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। প্রশাসনকে দুর্নীতি মুক্ত রাখতে আরও বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি এবং সে অনুযায়ী কাজ করছি। গতকাল সোমবার দুপুরে নগরীর প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় ধন্যবাদ বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা। জেলা প্রশাসক বলেন, আমার অফিস দুর্ণীতিমুক্ত। সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূর করাই আমাদের প্রধান কাজ। এ কাজ করতে গিয়ে আমি সন্ধার পর, এমনকি অনেক সময় রাত ১০টা পর্যন্ত অফিস করার চেষ্টা করি। রাত ৩টার সময়ও আমি ফোন রিসিভ করি। যোগদানের পরপর চসিক নির্বাচন ও নিজের অফিস ঘুচানোর কাজে ব্যস্ত থাকায় তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়নি বলে উল্লেখ করেন। এসময় তিনি রহমতগঞ্জের যাত্রামোহন সেনের বাড়ি দখলের অপচেষ্টা রুখে দিয়ে সেখানে একটি জাদুঘর নির্মাণ, লালদিয়ার চরের বাসিন্দাদের পুনর্বাসন, আসন্ন রমজান ঘিরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও কৃত্রিম সংকট রোধে নিয়মিত বাজার মনিটরিং করা হবে বলে উল্লেখ করেন। পাশাপাশি করোনায় স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হবেন বলেও মন্তব্য করেন। চট্টগ্রামে পূর্ণাঙ্গ একটি স্মৃতিসৌধ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, শ্রদ্ধা নিবেদনের জন্য পূর্ণাঙ্গ একটি স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নিয়েছি। জায়গা খুঁজছি। সংশ্লিষ্টদের সাথে এ বিষয়ে একপ্রকার কথাও বলেছি। আশা করছি, চট্টগ্রামে পূর্ণাঙ্গ একটি স্মৃতিসৌধ নির্মাণের করতে পারব। মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মনজুর কাদের মনজু প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের মিলবোর্নে মেয়র হচ্ছেন চট্টগ্রামের সন্তান
পরবর্তী নিবন্ধরামুতে হাতির আক্রমণে নিহত ১