চট্টগ্রামেও শুরু হলো এন্টিজেন টেস্ট

২৫-৩০ মিনিটে ফল

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

আরটিপিসিআর ল্যাব সুবিধা না থাকা দশটি জেলায় প্রাথমিকভাবে করোনার এন্টিজেন টেস্ট চালু করে সরকার। যদিও পর্যায়ক্রমে সব জেলায় এ টেস্ট সুবিধা চালুর ঘোষণা দেয়া হয়। এর আওতায় চট্টগ্রামেও শুরু হলো এন্টিজেন টেস্ট। গতকাল মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে এ টেস্ট চালু হয়েছে। বিআইটিআইডি ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ আজাদীকে তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মাত্র ২৫-৩০ মিনিটে এ পরীক্ষার ফল পাওয়া যায়, যা এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা। সরকারি প্রতিষ্ঠানের আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় ১শ টাকা ফি দিতে হলেও এন্টিজেন টেস্ট সুবিধা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। বিআইটিআইডি ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ বলেন, উপসর্গ দেখা দেওয়ার চার দিনের মধ্যে এন্টিজেন টেস্ট করাতে পারলে অনেকটা ত্রুটিমুক্ত ফল পাওয়া যায়। কিন্তু চার দিনের বেশি হয়ে গেলে নির্ভুল ফল পাওয়া নিয়ে সংশয় থাকে।
তিনি জানান, এন্টিজেন টেস্টে পজিটিভ রেজাল্ট আসলে ওই রোগী নিশ্চিত করোনা আক্রান্ত হিসেবে ধরে নেয়া হয়। তবে উপসর্গ থাকা সত্ত্বেও এন্টিজেন টেস্টের ফল নেগেটিভ আসলে সেক্ষেত্রে ওই রোগীর নমুনা পুনরায় আরটিপিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
এন্টিজেন পরীক্ষায় প্রাথমিকভাবে ১ হাজার টেস্ট কিট পাওয়া গেছে জানিয়ে ডা. শাকিল আহমেদ বলেন, উপসর্গ থাকা সন্দেহজনক রোগীদের মধ্য থেকে কিছু বিষয় বিবেচনায় নিয়ে এন্টিজেন টেস্ট করা হবে।
এদিকে বিআইটিআইডি ল্যাবে শুরু হলেও চট্টগ্রামের অন্য কোনো ল্যাবে এন্টিজেন টেস্ট সুবিধা চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

পূর্ববর্তী নিবন্ধবিদ্রোহীদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি মোশাররফের
পরবর্তী নিবন্ধসিলেটে ৩০ ধরনের করোনার সন্ধান