চট্টগ্রামেও মামলার আবেদন, শুনানি শেষে খারিজ

পিটার হাসকে হুমকি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামেও একটি আদালতে আটজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালতে আবেদনটি করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হিউমেন রাইটস কমিশন নামের একটি মানবাধিকার সংগঠনের চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এম এ হাশেম রাজু।

তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি। বাদীর আইনজীবী ইরফান উদ্দিন আজাদীকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে এবং পরবর্তীতে শুনানি করে মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন। মামলার আবেদনে যাদের বিবাদী করা হয়েছে তারা হলেন, কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ফরিদুল আলম, চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চাম্বল ইউপির সদস্য ইফতেখার উদ্দিন, মো. সাজ্জাদ, ইহসান, নাছির, ফরহাদ ও সাইফুল।

আদালত সূত্র জানায়, মামলার আবেদনে বাদী উল্লেখ করেন৬ নভেম্বর মহেশখালীর কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কালারমাছড়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ফরিদুল আলম। তিনি তার বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেন। অন্যদিকে বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীও একইদিন বাঁশখালীর একটি জনসভায় রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেন।

আদালত সূত্র আরো জানায়, এর আগে একই অভিযোগে ফরিদুল আলমসহ সাতজন ও মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে পৃথক দুটি মামলার আবেদন করেছিলেন এম এ হাশেম রাজু। আদালত সেগুলো খারিজ করে দেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ১৬ আসনে তৃণমূল বিএনপি জোটের প্রার্থী ঘোষণা
পরবর্তী নিবন্ধরিয়াজউদ্দিন বাজারে জামায়াতিদের সাথে বৈঠক করেছেন মোতালেব : নদভী