চট্টগ্রামেই রয়ে গেলেন মিরাজ

| সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ১২:২৫ অপরাহ্ণ

শেষ পর্যন্ত দল ছেড়ে যাননি তারকা অলরাউন্ডার মেহেদি মিরাজ। সিওও ইয়াসির আলিকে সরিয়ে দেওয়ার শর্ত দিয়ে দলের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গতকাল বিকেল সাড়ে ৫টার ফ্লাইটে ঢাকা ফিরে যাওয়ার মনস্থির করেন। সেই অনুযায়ী বিকেলে টিম হোটেল ছেড়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে বের হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর ধরেননি ঢাকার ফ্লাইট, টিম হোটেলের বাইরে অপেক্ষমাণ সংবাদকর্মীদের সঙ্গে নিজের ক্ষোভ ও অভিযোগের কথা জানিয়ে ঢুকে যান ভেতরে। পরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এক লোক এসে বিমান ধরার জন্য আগেই হোটেলের সামনে গাড়িতে বসে থাকা স্ত্রী-সন্তানকেও ভেতরে নিয়ে যান। এদিকে কিছু মিস কমিউনিকেশনের কারণে মেহেদি হাসান মিরাজের সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিক কে এম রিফাতুজ্জামান। তিনি জানান, মিরাজের হোটেল ছেড়ে যাওয়া নিয়ে আমি তার সঙ্গে কথা বলি। সে আমার কথা রেখেছে। বর্তমানে সব কিছু ঠিক আছে। আগামীকাল মিরাজ খেলবে।

পূর্ববর্তী নিবন্ধরেকর্ড ২১ গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রাফায়েল নাদাল
পরবর্তী নিবন্ধআজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএল