চট্টগ্রামস্থ বরিশাল বিভাগীয় সমিতি হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সভা

| বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৮:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামস্থ বরিশাল বিভাগীয় সমিতি হালিশহর ও পাহাড়তলী থানা অঞ্চলের সাধারণ সভা গত ১৭ নভেম্বর হালিশহর ও পাহাড়তলী থানা অঞ্চল কমিটির প্রধান সমন্বয়ক মো.ওমর ফারুকের সভাপতিত্বে এবং মো. আলী আরশাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ বরিশাল বিভাগীয় সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন। গেস্ট অব অনার ছিলেন সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক এম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মো. লিয়াকত আলী হাওলাদার, মো. নূরনবী। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব ডা. বেলাল মৃধা।

প্রধান অতিথি বলেন, যে কোন সমিতির ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনের প্রয়োজন হয়। সংগঠন ছাড়া ব্যক্তি শক্তিশালী হতে পারে না, সংগঠনের নীতিআদর্শের পাশাপাশি থাকতে হবে ঐক্যবদ্ধ। সভায় বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর ও পাহাড়তলী থানা অঞ্চলের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহসভাপতি মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মো. নেছার উদ্দিনসহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্ত শতাধিক বাস মালিকের সহায়তার আবেদন
পরবর্তী নিবন্ধটেক্সির ধাক্কায় প্রাণ হারালেন বীর মুক্তিযোদ্ধা