চট্টগ্রামস্থ ছাগলনাইয়া সমিতির আলোচনা সভা

| বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামস্থ ছাগলনাইয়া সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল গত সোমবার নগরীর আগ্রাবাদে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সমিতির সদস্য সচিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক আতিকুল আলম মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির আহ্বায়ক কামরুল হাসান চৌধুরী আপেল, যুগ্ম আহ্বায়ক এজিএম জিয়া উদ্দিন ভুঁইয়া আপেল ও উদযাপন কমিটির সদস্য সচিব মো. মনছুর আলম সোহাগ পাটোয়ারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বিশেষ অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার শিহাব উদ্দিন মাসুদ, প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. গোলাম সরোয়ার, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, নৌ পুলিশ চট্টগ্রামের সুপার আ ফ ম নিজাম উদ্দিন ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার।

বক্তব্য রাখেন ছাগালনাইয়া পৌরসভার মেয়র মো. মোস্তফা, বেলায়েত হোসেন, চট্টগ্রাম বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুউল্লাহ্‌ বাহার, টিএসএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম চৌধুরী, ফেনী জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, সিএমপির উপপুলিশ কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান, এএসপি শরীফ, ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী, পোর্টল্যান্ড গ্রুফের পরিচালক জাকির হোসেন এবং রবিউল হোসেন বাবু, ওসি (ডিবি) মো. জহির, পুলিশ পরিদর্শক নুরুল আফসার ভূইয়া ও পুলিশ পরিদর্শক আবছার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে হত্যা মামলার পলাতক আসামি ১২ বছর পর গ্রেপ্তার