চট্টগ্রামসহ ১৫ অঞ্চলে ঝড়ের আভাস

আজাদী ডেস্ক | সোমবার , ৩০ মে, ২০২২ at ৯:১৫ পূর্বাহ্ণ

 

 

চট্টগ্রামসহ দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে ঝড় হতে পারে। তাই ওইসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

রোববার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধ্যায় পতেঙ্গা আবহাওয়া অফিসের পাঠানো এক বার্তা এসব তথ্যা জানা যায়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধসৈয়্যদ আহমদ শাহ সিরিকোটির (রহ.) সালানা ওরশের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধসমন্বয়হীনতায় মেগা প্রকল্পের সুফল পাচ্ছে না চট্টগ্রামবাসী