চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

| শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ১:০৫ অপরাহ্ণ

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। তবে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাঈয়্যাৎ কবীর এর সত্যতা নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইংয়ে। একই স্থানে পর পর দুবার ভূমিকম্প হয়। প্রথমবার ১২টা ২০ মিনিটে ৭.৭ মাত্রার রিকটার স্কেলে এবং দ্বিতীয়বার ১২টা ৩২ মিনিটে ৬.৪ রিকটার স্কেলে অনভূত হয়।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি কমিশনারের কাছে কাদেরী পরিবারের পক্ষে চেক প্রদান
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি তানিম গ্রেফতার