চট্টগ্রামসহ তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ধসের শঙ্কা

| সোমবার , ৭ জুলাই, ২০২৫ at ৫:৪৭ অপরাহ্ণ

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ বুলেটিনে জানানো হয়, এ সময়ের মধ্যে কিছু কিছু এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড হতে পারে।

বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চলগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে উল্লেখ করা হয়েছে বুলেটিনে।

আবহাওয়া অফিসের এই সতর্কবার্তায় পাহাড়ি এলাকা ও নিম্নাঞ্চলে বসবাসকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে সিএনজিকে লরির ধাক্কা, শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধবিদ্যুৎস্পৃষ্ট নয়, বলাৎকারের পর হত্যার অভিযোগ