পশ্চিমা লঘুচাপের প্রভাব পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই আজ রোববার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। গতকাল শনিবার সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৩২ মিলিমিটার। এদিন চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সন্ধ্যায় পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেসাথে অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দক্ষিণ/দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১২–১৮ কি.মি. বেগে যা অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার আকারে ৪৫–৬০ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিন আবহাওয়া অফিসের পূর্বাভাসে চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কবানী দেওয়া হয়নি। তবে নৌ বন্দরের জন্য এক নম্বর নৌ সতকর্তা সংকেত দেখানো হয়েছে।