স্বাধীন সাংস্কৃতিক একাডেমি, স্বাধীন প্রকাশন ও জাতীয় কবিতা মঞ্চ চট্টগ্রাম বিভাগের যৌথ উদ্যোগে সিআরবি বাঁচাতে গতকাল শনিবার বিকেলে সাহিত্য সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারম্যান সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বার্তা প্রযোজক কবি আবু তাহের মুহাম্মদ। এতে সঞ্চালনা করেন সংগঠক রাশেদ ইবনে ফরিদ চৌধুরী। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম মনিরুজ্জামান ইসলামাদীর শহর, বিপ্লবী মাস্টার দা সূর্য সেনের জন্মভূমি। এখান থেকেই স্বাধীনতার সূচনা করা হয়েছিল। বিভিন্ন আন্দোলন সংগ্রামের সূতিকাগার এই চট্টগ্রাম। চট্টগ্রামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ কখনো পার পেয়ে যায়নি। ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে চট্টগ্রামের সর্বস্তরের জনগণ প্রস্তুত। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সিআরবিকে ধ্বংস করে হাসপাতালের নামে বানিজ্যকরণ চট্টগ্রামের সাহিত্য-সংস্কৃতিসেবীরা মেনে নিবে না। বিভিন্ন দেশে এমন প্রাকৃতিক পরিবেশকে তৈরি করার জন্য তাদের সরকার হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেন কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের সরকারগুলোর অবিবেচনা প্রসূত সীদ্ধান্তে প্রকৃতিকে ধংস করা হয়। হাসপাতালের নামে প্রকৃতির এই ফুসফুসকে ধ্বংস করতে দেয়া যায় না। সমাবেশে আরো বক্তব্য রাখেন আমাদের নতুন সময়ের চট্টগ্রাম ব্যুরো চীফ কামাল পারভেজ, স্বাধীন সাংস্কৃতিক একাডেমির সিনিয়র ভাইস চেয়ারম্যান কবি জহিরুদ্দিন মো. ইমরুল কায়েস, কবি আবু মুছা চৌধুরী, কবি অভি ওসমান, মোহাং বেলাল মিয়া, লেখক আলমগীর ইমন, হামিদুল হক চৌধুরী, সেলিম উদ্দিন সেলিম, ইসমাইল হোসেন নিশান, জাহাঙ্গীর হোসেন, সোহাগ খান, আজিম উদ্দিন, মাসুদ আলম, সাংবাদিক মাজহারুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।