সবুজে ঘেরা পাহাড়, তার পাদদেশে বয়ে যাওয়া নয়নাভিরাম কর্ণফুলী নদী এবং বিশাল বঙ্গোপসাগরের তীরে গড়ে শতাব্দী প্রাচীন বাংলাদেশের প্রবেশদ্বার ও দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বাণিজ্যিক রাজধানী বন্দর নগরীর পূর্বদিগন্ত আলোকিত করে পরাধীন জাতিকে গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করতে আজ থেকে পঁয়ষট্টি বছর পূর্বে চট্টগ্রামের এক ক্ষণজন্মা মহাপুরুষ প্রকৌশলী আবদুল খালেকের বলিষ্ঠ হাতে পরাধীন জাতির শোষকের রক্ত চক্ষুকে উপেক্ষা করে উদীয়মান সূর্যের মত চট্টলার বুকে উদিত হয় চট্টগ্রামের গণমানুষের প্রিয় দৈনিক ‘দৈনিক আজাদী’।
‘দৈনিক আজাদী’ তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকেই সকল অশুভশক্তির বাধা ডিঙিয়ে বৈষম্যহীনভাবে নিরপেক্ষতা ও স্বতন্ত্রবোধ বজায় রেখে বৃহত্তর চট্টগ্রামের গণমানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়নসহ, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া এবং সাংস্কৃতিক পরিমণ্ডলের কথা তুলে ধরে চট্টগ্রামবাসীর হৃদয়ে ভালোবাসার যে স্থান করে নিয়েছে তা যেন ‘ এক ডালে দুটি ফুল‘। ‘দৈনিক আজাদী’ ও চট্টগ্রামবাসীর মধ্যে ভালোবাসার যে বন্ধন তৈরী হয়েছে তা যেন ‘চিরঞ্জীব’ থাকে সেইজন্য ‘দৈনিক আজাদী’র ৬৬তম বছরের পদার্পণের মুহূর্তে এই প্রত্যাশা করছি।