মহিউদ্দীন চৌধুরী একজন প্রকৃত জননেতা ছিলেন। করোনাকালীন চট্টগ্রামবাসী তাঁর অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে। চট্টগ্রামবাসীর অধিকার আদায়ের প্রশ্নে মহিউদ্দীন চৌধুরী কখনো আপোষ করেননি। নেতা হওয়া সহজ কিন্তু জননেতা হওয়া অনেক কঠিন। সকল রাজনীতিবিদ জননেতা হয় না। একজন প্রকৃত জননেতার যতগুলো গুণাগুণ দরকার মহিউদ্দীন চৌধুরীর কাছে তার সবই বিদ্যমান ছিল। চট্টগ্রামবাসীর হৃদয়ে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এবিএম মহিউদ্দীন চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চসিক নির্বাচনে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। মুজিব সেনা মহানগর শাখার সভাপতি মাহাবুব আলম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুকের সঞ্চালনায় গতকাল বিকেল ৩টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মঈনুল ইসলাম, নজরুল ইসলাম, গোলাম মোস্তফা মোস্তাক, সাদেকুর রহমান সাবের, ফসিউল আলম সমীর, ফসিউল আলম রিয়াদ, ইসমাইল আজাদ, সিজার বড়ুয়া, জামাল উদ্দীন, শেখ হারুন, কামাল উদ্দীন প্রমুখ। উপস্থিত ছিলেন আক্তার উদ্দীন চৌধুরী, জিয়াউল হাসান খসরু, রবিউল হোসেন সাইমন, আলমগীর বাদশা, সাইফুল ইসলাম, আসলাম কামাল, ইমরান মাহমুদ, কামরুল হাসান, দেলোয়ার হোসেন বাবলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তির